Header Ads


 

ঝুমুর গান : হামরা কাটাই কাল - ললিতমোহন মাহাত

হামরা কাটাই কাল
ললিতমোহন মাহাত

 

হুকুড় গুডুম বাজনা বাজে কুলকুলি গোলমাল

ধমসা বাজে মাদৈল বাজে বাজে করতাল।

বাঁশি শুনে উফাইল মারি

মাদৈল শুনে ডাঁইড় ধরি

ঢোলের তালে ঠ্যাঙ তুলি লাচি তালে তাল।।

ধমসার শুনে গরজন

উদক্যেঁ উঠে হামার মন

করতালে উঠি বসি রাত কাট্যেঁ সকাল।।

দরবারীতে মন বসে

টাঁড় ঝুমৈরে মন ভাসে

পাঁতাশাল্যার সুরে হামি একবারে মাতাল।।

লাচে গাহে সকইল লকে

সুরের লেশায় মাতেঁ থাকে

ধমসা মাদৈল বাঁশী লিয়েঁ হামরা কাটাই কাল।।

No comments

Powered by Blogger.