Header Ads


 

আঞ্চলিক কবিতা : আইজকের পাঁচালী - জয়ন্ত কুমার মাহাত

 আইজকের পাঁচালী
জয়ন্ত কুমার মাহাত

 

আসবি যদি আয়

খাবিস যদি খা।

আগুড়কুনে থাকিস না আর

বাহরাঞি দ্যাখ রে ছা।

থসড় বজড় করিস না আর

কাজ কাম পাইট কর।

টিঁড়গিলে কি পাবি লাগাল

অদের বাসর ঘর?

অদের আনখা আনখা দিশা

যত গতর বতর নাশা।

শাল মহুলের বন

উভড়াছে এখন।।

অদের উজড়া বজড়া কাজ

অদের নাইখ শরম লাজ।

তর নিরন মাসের ধান

তুঁই চাঁড়ে চাঁড়ে আন।।

ডুঁইড়কে যাওয়া বন

আইজ শলগিছে হরদম।

বাঘের বনে শিয়াল রাজা

করবি কী এখন?  

No comments

Powered by Blogger.