Header Ads


 

তবু কেন? - শ্রীমন্ত দাস

তবু কেন?

শ্রীমন্ত দাস



লিজার ক্লাসে কৃষ্ণচূড়ার নীচে ব্যালকনির সিটে

মনিমালা বলেছিল –

তোমাকে ছাড়া আর কাউকেই আমি ভাবতে পারি না।

মনিমালা আজ শিক্ষিকা।

স্বামী ওর একজন বড় অফিসার,

মন্দ কাটে না তার সংসার।

তবু, জানি না আজও কেন সে ভাবে!

 

দোর থেকে দোরে, মাইক থেকে মাইকে,

অরুণ চন্দ্র বলেছিল –

মাইরি বলছি এবারটা একটু উতরে যাই

দেখিস, তোদের জন্য – এ গ্রামের জন্য –

আমি কি না করি।

অরুণ চন্দ্র আজ জননেতা।

গাড়ির দেওয়ালের মাঝে, ফ্যানের হাওয়ায়

ওর দিন কাটে;

তবু জানি না আজও কেন সে আশার বক্তৃতা দেয়!

 

বিকেলে বেড়ানোর মাঝে, সন্ধ্যায় চায়ের ফাঁকে,

গৌরবদা বলেছিল –

দেখিস আমি চাকরি পেলে –

লাইব্রেরি হবে, ম্যাগাজিনের অফিস হবে,

সাহিত্যের আসর বসবে, আরও কত কি! –

গৌরবদা আজ চাকুরে।

বউকে নিয়ে, ঘরকে নিয়েই আজ সে ব্যস্ত।

তবু জানি না আজও কেন সে কবিতা লেখে!

No comments

Powered by Blogger.