Header Ads


 

বৃষ্টি - শিপ্রা সিনহা

  

বৃষ্টি
শিপ্রা সিনহা

গ্রীষ্ম কালটা কেটে যেতেই এলো বর্ষার ধূম,

রাস্তাতে বের হয়েছি ভাঙল মেঘের ঘুম।

রাস্তায় আর যাওয়া যায় না একি মহাজ্বালা

চারিদিকে অন্ধকার, যেন ঝাঁ ঝাঁ বেলা।

কাদায় ভরা রাস্তা ঘাট বলি রেগে দূর ছাই,

ঘরের কোণে সর্বক্ষণ বসে থাকব কি ভাই?

কিছু পরে আবার যেই মনে পড়ে খেলা,

বাইরে গিয়ে চেয়ে দেখি শুভ্র রোদের মেলা।

No comments

Powered by Blogger.