Header Ads


 

ঝুমুর গান - তপন মাহাত


 

ঝুমুর গান জঙ্গলমহলের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয়তম সঙ্গীত। ঝুমুরের উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে নানা মুনির নানা মত। সাধারণ্যে ঝুমুর বলতে প্রেমের গানকেই বোঝানো হয়ে থাকে। তবে টুসু, ভাদু, বাঁদনা কিংবা বিয়ের গান ঝুমুর নয়। মুলত পাঁতা নাচ, ছো নাচ, নাচনী নাচ ইত্যাদির ক্ষেত্রে যে সমস্ত গান পরিবেশিত হয়ে থাকে সেগুলি ঝুমুর নামে পরিচিত। ড বিনয় মাহাত-র মতে, “ঝুমুর গান এবং নাচনী নাচ ঝাড়খণ্ড অঞ্চলের সাংস্কৃতিক সম্পদ। এই গান ঝাড়খণ্ড অঞ্চলের কুর্মী, ভূমিজ, কামার, কুমোর, বাগাল প্রভৃতি সম্প্রদায় সমূহের মধ্যেই সীমাবদ্ধ বললে অত্যুক্তি হয় না। ঝুমুর গান মুলতঃ দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত সম্প্রদায় সমূহের গান।” শ্রী তপন মাহাত রচিত একটি ঝুমুর গান এখানে দেওয়া হল। গানটি তিনি নিজে গেয়েছেন। গানটি শুনতে হলে এখানে ক্লিক করুন

ঝুমুর গান
তপন মাহাত

প্রথম দেখার ভালবাসা

(তাই) তর কথাই পড়ে মনে।

ভালবাসেঞছি রে বন্ধু গোপনে গোপনে।।…

মন মাতেঞছে বন্ধু বলেঞ

রাখেঞছি হিয়ায়

এত লকের মাঝে শুধু

তকেই যে দেখায় । (রে বন্ধু…)

মনের ঐ গলাপ কঁঢ়ি রাখেঞছি যতনে।।

ভালবাসেঞছি রে বন্ধু গোপনে গোপনে।।…

বুকের মাঝে গুমরে বন্ধু

ভালোবাসার কথা

কবে টুকু বইলব কথা

কবে পাব একা। (রে বন্ধু…)

তর কথাই মনে পড়ে বন্ধু শয়নে স্বপনে।।

ভালবাসেঞছি রে বন্ধু গোপনে গোপনে।।…

No comments

Powered by Blogger.