Header Ads


 

লেখা পাঠাতে চাইলে

 লেখা পাঠাতে চাইলে


অরণ্যলোক সাহিত্য পত্রিকা এখন নতুন আঙ্গিকে ওয়েব/ ব্লগ আকারে প্রকাশিত হচ্ছে।

এখানে আপনার মৌলিক লেখা পাঠাতে পারেন।

নিয়মাবলীঃ

1.      সারা বছর ধরে লেখা নেওয়া হয়।

2.     অভ্র (Avro) সফটওয়্যারে কালপুরুষ (Kalpurush) ফন্ট ব্যবহার করে টাইপ করে ও ভালো করে প্রুফ দেখে তবেই লেখা পাঠাবেন।

3.     অবশ্যই .doc ও .pdf ফরম্যাটে লেখা পাঠাবেন।

4.     প্রবন্ধ, গল্প, প্রবন্ধ যাই লিখুন না কেন তা আপনার স্বরচিত এবং মৌলিক হতেই হবে।

5.     অন্যের লেখা বা অন্যত্র প্রকাশিত লেখা (ফেসবুক ইত্যাদি সোস্যাল সাইটে হলেও) একেবারেই পাঠাবেন না।

6.     আঞ্চলিক কবিতার ক্ষেত্রে শব্দার্থ তালিকা অতি অবশ্যই দিতে হবে।

7.     লোকসংস্কৃতি ও লোকসাহিত্য বিষয়ক রচনাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়।

8.     প্রবন্ধ ২০০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

9.     প্রবন্ধ রচনার ক্ষেত্রে যথাযথভাবে তথ্যসূত্র প্রদান করবেন। গ্রন্থপঞ্জি ও সূত্র নির্দেশের ক্রম: লেখক/ প্রাবন্ধিক/ সম্পাদকের পদবী, নাম, গ্রন্থনাম/পত্র-পত্রিকার নাম, প্রকাশক, প্রকাশ কাল, প্রকাশনার ঠিকানা, সংস্করণ, পৃষ্ঠা নম্বর

10. লেখা মেল করে পাঠাবেন। আমাদের ই-মেল হল : aranyalokweb@gmail.com

11.  আপনার সম্পূর্ণ নাম ও ঠিকানা, মোবাইল নম্বর মেল-এ অবশ্যই উল্লেখ করবেন।

12. লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবি পাঠাতে পারলে ভালো হয়।

13. প্রকাশের ক্ষেত্রে সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

14.  লেখার জন্য কোন রকম আর্থিক সাহায্য দেওয়া বা নেওয়া হয় না।

সম্পাদক

অরণ্যলোক



1 comment:

Powered by Blogger.