Header Ads


 

পত্রালি : পুরানো সেই দিনের কথা


 

মাননীয় সম্পাদক

অরণ্যলোক,

শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। অরণ্যলোক (প্রথম সংখ্যা) পড়ে এক নতুন রোমাঞ্চ অনুভব করলাম। ভিন্ন স্বাদের ও ব্যতিক্রমী কয়েকটি লেখা সত্যি মনকে নাড়া দেওয়ার মতো। পত্রিকার নামকরণের সার্থকতা যেন লেখা ও প্রচ্ছদের মধ্যে সমানভাবে বিদ্যমান। সম্পাদকীয় লেখাটির নতুন আঙ্গিক মনকে আকৃষ্ট করে। কিছু কাঁচা হাতের লেখার মাঝেও রাকা মাইতি, রঞ্জিত কুমার চৌধুরী প্রভৃতি কবির লেখা ভাল লেগেছে। এছাড়া সম্পাদকের ক্লমে ‘টুসুগীতে ফুল পাতানো’ এবং সমীর মাহাত-র লেখা ‘আজকের কুর্মি সমাজ’ লোকসংস্কৃতির চিরায়ত আবেদনকে স্মরণ করিয়ে দেয়। পরিশেষে ‘অরণ্যলোকে’র দীর্ঘায়ু কামনা করি, সে যেন অরণ্যলোকের সীমানা পেরিয়ে নাগরিক সভ্যতার মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

শুভ কামনায় –

সুশান্ত কুমার মাহাত (চুনপাড়া, পশ্চিম মেদিনীপুর)  

No comments

Powered by Blogger.