Header Ads


 

সংস্কৃতি সংবাদ

 

সংস্কৃতি সংবাদ

একনিষ্ঠভাবে লোকসাহিত্য ও লোকসংস্কৃতি চর্চা ও গবেষণার উদ্দেশ্যকে সামনে রেখে বছর দুয়েক আগে জন্ম নিয়েছে পশ্চিমাঞ্চল লোকশিল্পী সংঘ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লোকসাহিত্য ও লোকসংস্কৃতির প্রাক্তন অতিথি অধ্যাপক এবং লোকসংস্কৃতি গবেষক-ছাত্র পরিতোষ মাহাত এই সংঘের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা। গত ৪ঠা পৌষ ১৪০৯ বঙ্গাব্দে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমাঞ্চল লোকশিল্পী সংঘের প্রথম সম্মেলন। সম্মেলনে বিভিন্ন লোকশিল্পীরা অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী হরিপদ মাহাত, পরিতোষ মাহাত ও বিশিষ্ট লোকশিল্পী অরুণ রায়। অনুষ্ঠানের প্রথম পর্বে পশ্চিমাঞ্চল লোকশিল্পী সংঘের উদ্দেশ্য ও কর্তব্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন শ্রী পরিতোষ মাহাত। লোকশিল্পকে ব্যাখ্যা করেন বিদগ্ধ মনোরঞ্জন মাহাত, শিক্ষক মহেন্দ্র নাথ মাহাত, অমিয় মাহাত প্রমুখ ব্যক্তিবর্গ। তারপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সারা রাত্রিব্যাপী ঝুমুর গান পরিবেশিত হয়। ঝুমুর গান পরিবেশন করেন যে সমস্ত ঝুমুর শিল্পী তাঁরা হলেন – অরুণ রায়, সোনালী রায়, রঞ্জিত মাহাত, হীরু মাহাত, শশধর মাহাত, ভরত মাহাত, রতন মাহাত, মাধবী মাহাত, ছবি মাহাত, সবিতা মাহাত ও বাসন্তী মাহাত। সব শেষে তারেন্দ্রনাথ মাহাত তাঁর অভিজ্ঞতার কথা, লোকশিল্প ও লোকসংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। তিনি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.