Header Ads


 

আঞ্চলিক কবিতা : ঘুরাঞি ছাহইতে হবেক : পরিতোষ মাহাত

 


ঘুরাঞি ছাহইতে হবেক

পরিতোষ মাহাত 

 

গঁজা দিয়েঁ আর চইলবেক নাই

ঘুরাঞি ছাহইতে হবেক

ইধারে ভদরভং উধারে ভুলুক

রোদ পানি সোব ভিতর ঘরে করে হুলুকবুলুক

        শরাবণে পানি ঝরে

        মাইঝ্যা ঘরে

        বিছনাপতর লিঞে আধা রাইতে ইকুন উকুন বুলি

        এক কুণে কন রকম গঁজড় হঁঞ ঢুলি

আর ঢুইললে দেখছি চইলবেক নাই,

খড়কুটা যুথা যেটুকু বটরায়ঁ পাই

কন রকম চালাঞি দিয়া কদ্দিন যায়?

ঘুরেঁ সেই যেইসা কি তেইসা।

টুই পুরা উধন্যা গ্যাছে একে

মহড়িলেও কদ্দিন টেকে?

চইলবেক নাই, চইলবেক নাই,

গঁজা দিয়েঁ আর চইলবেক নাই

রোদ, পানি সোব টেইকবেক –

ঘুরাঞি ছাহইতে হবেক

ঢেইর খড় দরকার, সরকিন বাতা, দড়ি,

  আসঅ মুইড়ার ঘাম ঠ্যাঙে টসকাঞ লইতন ছাইন গড়ি।

        বাঁইচতে হবেক, বাঁচাতে হবেক,

        নাইচতে হবেক, নাচাতে হবেক;

জমাট ধুলাট আখড়া নাইহলে কেমন করে নাচি?

ঘরের মতন ঘর নাই হলে কেমন করে বাঁচি?

No comments

Powered by Blogger.