Header Ads


 

ভালবাসা – আকাশ – ও রাজহাঁস : দুলাল চন্দ্র মাহাত

দেবলীনা বল তো –

কারখানার শ্রমিকদের মতো

প্রেমিকদের একটা ইউনিয়ন হলে কেমন হয়?

নিকোটিনের তীব্র ঝাঁঝে

কেমন করে বাঁচে বল তো

ভালবাসা – আকাশ – দীঘির রাজহাঁস –

হেমন্তের কুয়াশায়?

 

ভালবাসলে চরিত্র ঠিক থাকে না –

ভালো ছেলে মন্দ হয়ে যায়।

খোলা আকাশ, ইভটিজিং রাস্তার মোড়ে –

চমৎকার –

সারাটা সন্ধ্যা যাক মদের আড্ডায়।

ভালোবাসার চুলোয় পুড়ুক,

ডাঙায় মাছের মতো তড়পে মরুক।

 

এই কঠিন দুঃসময়ে

প্রেমিকদের জন্য সত্যিই

একটা ইউনিয়ন চাই, –

একটা স্কুল – ভালবাসতে শেখার স্কুল।

 

হিংসা ভুলে মানুষ মানুষকে

ভালবাসতে শিখুক।

হেমন্তের শিশিরভেজা দীঘির ঘাটে –

রাজহাঁসেরা নতুন প্রজন্মের ব্যাকুলতায়।

মাটি, বন্ধু, আকাশ, রাজহাঁস–

আবার নতুন চেতনায়…

No comments

Powered by Blogger.